Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
গেদুড়া ইউনিয়নেয় বৃহত্তম মেদনীসাগর দিঘি , হরিপুর , ঠাকুরগাঁও
বিস্তারিত

  

 

ঠাকুরগাও অঞ্চলে প্রাচীনকালে বেশ কিছু নদী ও নিচু জলা ভূমি ছিল। আর ছিল ঘন বন জঙ্গল। ফলে পতিত জমির পরিমাণ ছিল অনেক বেশী। তখন মানুষের মূল জীবিকা কৃষি কর্মবণ্ডল। প্রাচীনকাল থেকে যেখানে নদী দূরে ছিল সেখানে জমির উর্বরতা বাড়াতে শুষ্ক মৌসুমে আবাদের জন্য এবং মানুষের দৈনন্দিন জীবনে পানির প্রয়োজন পুরণে প্রচুর দিঘি খনন করা হয়েছিল। রাজা , জমিদার বা তাদের প্রতিনিধিদের সহায়তায় জনহিতকর কাজের অংশ হিসেবে দিঘি খনন হয়। আবার কখনো স্থানীয় বাসিন্দারাও তাদের পানীয় সমস্যা মিটাতে এ ধরণের দিঘি খনন করেছিল। এসবের অনেকগুলো এখন নিশ্চিহৃ হয়ে গেছে। এরই মধ্যে ঠাকুরগাও জেলার অনেকগুলো দিঘির মধ্যে হরিপুর উপজেলার মেদনীসাগর দিঘি অন্যতম।

 

হরিপুর উপজেলার উত্তরে মেদনীসাগর গ্রামে মেদনীসাগর জামে মসজিদটি অবস্থিত। স্থাপত্যকাল মোঘল আমল। বাইরের দিক থেকে মসজিদের দৈর্ঘ্য সাড়ে ৩১(একত্রিশ)ফুট এবং প্রস্থ ১৪(চৌদ্দ) ফুট। ভীতরের দৈর্ঘ্য ২৪(চব্বিশ) ফুট এবং প্রস্থ ০৬ (ছয়) ফুট। এককাতারে নামাজ পড়া যায়। মিহরাব এ মিম্বার আছে। দুটি জানালা, তিনটি দরজা, আটটি কুলুঙ্গি, তিনটি খিলান রয়েছে। মসজিদের চার কোণে চারটি কৌণিক থামের নিচে ঘড়া আছে। এছাড়া মসজিদের পূর্ব ও পশ্চিম দেয়ালে দুটি করে চারটি থাম রয়েছে। এই মসজিদের সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার ফতেহ্পুর মসজিদের স্থাপত্য মিল রয়েছে।